আমি শুধু দেখে গেছি রাঙা চোখে হাসি-
বলিতে পারিনি আজ আমি ভালোবাসি।


তোমার সাজানো চোখে সে কি ছিল মায়া-
ও চোখের আঙিনায় আমার সে ছায়া;
নিজেকে খুজেছি আমি ও চোখের মাঝে
সে কি ভালোলাগা ছিল সেদিনের সাঝে।
মনে হয় বারে বারে তোমাতেই আসি।


কালো চুলে ঢাকা মুখে শতদল আঁকা
যতনে নীরবে ছিল আঁখি দুটি ঢাকা।
বসন-ভূষণে সে যে প্রকৃতির খেলা
দেখে দেখে কেটে যায় বুঝি এইবেলা।
আজও কেন ঘুম ঘোরে তুমি রাশি রাশি।