(আমি) সোনাঝুড়ির হাটে যাব-
মনের মতো গয়না লিব,
গয়না ছাড়া বাড়ি যাব না। (২)
পায়ে-কানে হাতের বালা,
রং বেরঙের হাজার মালা;
এমন মালা কোথাও পাব না।
গয়না ছাড়া বাড়ি যাব না।(২)
পলাশতলায় বাউলের গান  
ঝুমুর নাচে আজ অভিমান-
যতই সাধো কিচ্ছু খাব না।
গয়না ছাড়া বাড়ি যাব না।(২)
বাড়ির পথে কোপাই নদী
বন্ধু তুমি দাঁড়াও যদি
পা ভেজাব, গা ভেজাব না।
গয়না ছাড়া বাড়ি যাব না।(২)
প্রেম পিয়াসী সুজিত বলে
মনের মতো বন্ধু হলে  
বন্ধু হব গয়না দেব না।
(আমি)গয়না ছাড়া বাড়ি যাব না।(২)
--------