আমি পুবের দুয়ার খুলে রাখি রাতে-
আসো  য দি বন্ধু আমার সাক্ষাতে।


জেগে বসে থাকি জোছনায়
পথটি ভুলে আসবে পথের বায়;
জেগে আমি রাতের বেলা চোখ বুজেছি প্রভাতে।
আমি---


সেই যে গেছ রঙ্গিন আবীর দিনে-
সেদিন আমায় নতুন করে চিনে
তাইত ভাবি বসে তুমি হাত রাখিবে হাতে।
আমি-----