পাখিরা উড়িছে আকাশের পথে
বনেতে ফুটিছে ফুল;
আমি কেন চেয়ে শুধু ফিরে আসি
বারে বারে করি ভুল।


রাজহাঁসগুলি খালের ধারেতে
ভাসিছে মনের সুখে;
গোরুগুলি সব মাঠেতে চড়িছে
মননে আছে যে বুকে।
আমি শুধু আজ চেয়ে চেয়ে দেখি
বাধাঁনো প্রেমের কূল।


এ বাড়ি ও বাড়ি ফিরিছে সবাই
ঘুরিছে আপন টানে;
মনের কথাটি বলিছে যে তারা
বলিছে আপন প্রাণে।
তোমার জন্য এনে যে রেখেছি
ঘাস-পাতা-ফল-মূল।
     -----