আমি যত কাছে গেছি তুমি গেছ সরে-
কীভাবে দেখিব আমি এ নয়ন ভরে।


ফাকা যে উঠানে আজ কত দেখি হাসি
ভাগ্যের এ পরিহাসে আমি পাশাপাশি।
কাছে গেছি, কাছে যাব ও আঁচল ধরে।


চেয়েছি গো  মুখ ছুঁতে তুমি যে অধরা
তুমি যে গিয়েছ দূরে গোপনেতে পড়া
এবার যাব গো কাছে রাঙ্গা হাত ভরে।