আমি গান বাঁধি সংলাপে,
পাথর ভেঙেছি চাপে চাপে!
আমার জীবন চলে হেথা
তুমি দেখে যাও এসে সেথা;
মনে সহস্র ব্যঞ্জনা-
আমি সূর্যাস্ত দেখি না
পরিতাপ শুধু অভিশাপে।
বেঁচে থাকি মন অনুরাগে-
অবুঝ মৌসুমি আসে ফাগে
আজ তোমার প্রশ্বাস
করেছি শুধু বিশ্বাস
লেখা থাক কুয়াশার ছাপে।