তোমার হাসির বাঁধ ভাঙা এ স্রোতেতে
আমি দিব ডুব বন্ধু, আমি দিব ডুব;
তোমার এই মায়ার হাসি দিনে-রাতে
আমার কেন দেখতে ইচ্ছা খুব।


তোমার এই ভূষণ পারে
তোমার এই রূপের ধারে
কোন সীমায় গেঁথেছ আজ বন্ধু তুমি
আপন মনের মাঝে লুকোচুরি রূপ।


তোমার মাঝে বাঁধ ভেঙেছে
তোমায় দেখে ভুল হয়েছে;
তোমার কথা জানতে কেন বন্ধু আজ
পশ্চিমেতে বসে আজ ভুলে গেছি পুব।
    ------