আমি
বাংলাকে ভালোবাসি, বাংলায় কথা বলি,
বাংলা সুরেতে মাখি বাংলার ঠিকানায়।
বাংলা মধুর এত- বুঝেছি গোপনে আমি
বাংলায় হেসে উঠি চাঁদতারা জোছনায়।


আমি
আঁকরে ধরেছি মাটি বাংলার পথ-ঘাট;
বাংলার ফুল-পাখি এঁকে গেছি নীরালায়;
বাংলা প্রিয়তি মোর সিঁদুরের সে ললাট
বাংলায় প্রিয় আঁখি বাংলার সীমানায়।
চাঁদতারা জোছনায়


তুমি
বাংলা জননী মোর বাংলায় সহোদর;
প্রেয়সী সেই আমার সরোবর শাপলায়;
বাংলার রূপ আলো। বাংলায় নদীনালা
বাংলায়  রাত জাগি কেঁদে উঠি মহিমায়।
চাঁদতারা জোছনায়


তুমি
বাংলাদেশের আশা বাংলার ভালোবাসা
বাংলায় আঁখি চাওয়া বসন্তের সে বেলায়;
কাশফুল মেতে ওঠে শারদীয়া শুভদিন
হাসিখুশি মেঘমালা আমাদের আঙিনায়।
চাঁদতারা জোছনায়
             ---