মাঝি তুমি কোন দেশেতে যাও
তোমার নাওয়ে উঠব আমি
আমায় নিয়ে যাও।
তুমি যখন আসো মাঝি
গাঙে জোয়ার আসে;
অছিলাতে আসি আমি
আমার কলস ভাসে।
আমার বসন দিয়ে যেও
যদি দেখতে পাও।
আমি যাব তোমার সাথে
ভাসব গাঙের যমুনাতে;
ভাটির সাথে ফিরে আসি
আবার জোয়ার আঙিনাতে।
তুমি বুঝি বলবে কথা
আমার চোখে চাও।