তোমার বাড়ির সামনে দিয়া
আর যাব না আমি;
আমায় দেইখা চোখটি রাঙায়
তোমার মনের স্বামী।
যখন তুমি আমার ছিলে
হয়নি তখন বিয়া;
তুমি ছিলে সুখে দুঃখে
প্রাণের মরমিয়া।
আমার চোখে ঘুম আসাতে
হয়ে অন্তর্যামী।
আজকে তুমি পরের ঘরে;
হয়ে পরের বধূ;
দূরের থেকে চেয়ে আমি
তোমায় দেখি শুধু।
আমার মনে আজও তুমি
সোনার চেয়ে দামি।
------