তুমি বন্ধু বলো মোরে
কোথা চলে যাও;
আমায় ছেড়ে তুমি কি গো
অনেক শান্তি পাও।
আমি এসে বসে থাকি
তোমার দেখার তরে;
তুমি কেন দেখো না যে
আমার এ নজরে।
আমায় ফেলে তুমি কেন
আকাশ পথে চাও।
আমার মনে আছো তুমি
অনেক যতন করে;
আমার বুকে আঁচল পেতে
তোমায় রাখি ধরে।
কেন দূরে যেয়ে বন্ধু
আমারে জ্বালাও।
-----