তোমার পানে দৃষ্টি মেলি, দৃষ্টি আকাশ পথে-
তবুও সেদিন বর্ষা ছিল বসন্তের সে রথে।


তোমার কাছে গোপনবেলা সকল আছে তোলা;
তোমার মাঝে চিরটি কাল আমি আপন ভোলা।
আমার সকল বলব আমি তোমার সাক্ষাতে।
তবুও---


--------