পথ হেঁটে চলেছি যে
পথ মাঝে ক্লেশ;
দিনে-রাতে মিলেমিশে
চেয়ে অবশেষ।
আমার পথ হারাই
আমি প্রতিপলে;
দিশাহীন যাত্রাপথ
সব গেছি ভুলে।
আজ বুঝি কিছু নেই
শূন্য এই দেশ।
আমার ক্লান্ত দিবস
সূর্য ওঠা ভোর;
সব পথ থেমে গেছে
আজ রিক্ত দোর।
তবুও কথার মালা
সাজিয়েছি বেশ।
-----