আমার না বলা কত কথা
চেয়েই থাকে তোমার দিকে;
আজও বসেই থাকি বৃথা
সেই চোখ রয়েছে যে টিকে।


মনের কোণে জমেছে কথা
আমার এ বুকে আছে আশা;
আমি হই বুঝি লজ্জালতা
মুখেতে নেই কোনো ভাষা।
আজ তুমি নেই মোর কাছে
তোমার গানের সুর বুকে;


কত কথা এ মনেতে জমে
সকল আজ তোমার জন্য;
সব কথা নিয়ে থাকি প্রেমে
তোমাতেই আমি বুঝি ধন্য।
তোমার সে বাণী তোলা আছে
আমি ভরপুর দুঃখ সুখে ।