আমার মনের কথা
তুমি যে কেমনে জানো
সহজেই।
আমি তো বলিনা কথা
তবু তুমি বুঝে নাও
পলকেই।
আজ আমি ঘুম থেকে
জেগে গেছি বিছানায়
আকাশেতে;
মলিন দুয়ার মাঝে
তুমি বুঝি এসে গেছ
বাতাসেতে।
প্রেমের বাতাস বুঝি
ছড়িয়েছ আজ হেথা
সকালেই।
তোমাকে পেয়েছি আমি
কতদিন কেটে গেছে
একসাথে;
কত যে মিলন রাত
দুজনের অভিমান
সেই রাতে।
আজ এসে মিশিয়েছ
আমাদের এ পলক
হাসিতেই।