কেন আজ চেয়ে আছ ও মোহিনী সুরে-
কেন আজ রয়ে গেছ তুমি অত দূরে


আমার মনের ঘরে তব আনাগোনা
তুমি যে প্রিয়তি মোর তুমি আজ সোনা
তুমি গান গেয়ে যাও আজ সুরে সুরে।


আমার বাড়ির পথে তুমি আসো তাই
আমি যে দেখেছি প্রিয় নয়ন শোভায়।
তোমার বদন খানি মোর বুক জুড়ে।