আমার মেঘের কণা তুমি এসো বাদলদেশে
আদর করে হাত বুলাব তোমার কাজল কেশে।
আমার ঘরে শ্রাবণধারা নিত্য ভাসে দেখি
দূর গগনে চেয়ে থাকো আপন রূপে সে কি!
এসো তুমি আপন করে বাদলভূবন বেশে।
দূরের পথে পাখি ওড়ে পাখির কতই ডানা;
গাছের পাতায় বসতে তো তার কেঊ করেনি মানা!
আমি আছি বাদল রূপে আষারমায়ায় ছেয়ে
তুমি এসো মেঘটি হয়ে আমার প্রাণের মেয়ে।
তোমায় নিয়ে দূর দেশেতে যাব যে আজ ভেসে।
---------