চাইতে গিয়ে তোমার চোখে
জল উঠিল নাওয়ের বুকে  
আমি দেখতে পেলাম না-
আমার যেন কেমন মনে হয়।


সাঁতার আমার নেইতো জানা
কাছেও নাই সেউতি খানা
নদীর পারের লাগাম কত দূরে-  
সেইখানেতে আমার আসল ভয়।
আমার যেন -


নদীর পারে সরিষা ফুল
পোষ মাসেতে ঠান্ডা আঙুল
নদীর মাঝে এলাম কেন আজ-  
এই কারণে আমার পরাজয়।
আমার যেন -


নাও তো আমার ছিল ভালো
কেমনে সে নাও ফুটা হল
কে দিয়েছে এমন অভিশাপ-  
বিপদ বুঝে এখন সুজিত কয়।
আমার যেন -