আজ বসন্ত! ফাগুনের মাস
আমার জন্মদিন;
শুভেচ্ছা তুমি প্রথমে জানাতে
ভালোবেসে অমলিন।
এই যে প্রথম জন্মদিনেতে
তুমি নেই প্রিয়ে কাছে;
কতেক পুষ্প ব্যঙ্গ করিছে
মোর উঠানের গাছে।
তোমার বিদায়ে শেষ হল জানি
শায়িত সে চিরদিন।
আবার আসবে ফাগুনের দিন
আমার জন্মবেলা;
শুধু সে হারাই তোমার মুখের
হাসি মুক্তার খেলা।
আজকে আমার সেই ভালোবাসা
আমার জন্মদিন;