কোথা দিয়ে কাটছে সময়
কেমনে দিন চলে যায়-
আমি বুঝতে পারছি না;
আমার হয়ে উঠছে না।


আমার সকাল, আমার বিকাল
সকল কাজে আমি বেহাল;
দেখতে দেখতে সময় যাচ্ছে
আমার করা হচ্ছে না!
আমার---


আমি ভাবি করি কাজ,
কাজের মাঝে ডুবে লাজ;
ভাবতে পথে দিশাহারা-
কিছু ভালো লাগছে না।
আমার----


আমার শনি, আমার রবি
দিন-রাত সমান সবই;
দিনের শেষে গুনতে পথে
হিসাব যে মিলছে না।
আমার---