কোন কথা সে যে বলে গেছ তুমি আমার গোপন দ্বারে
সেই কথা আজ ভেবে গেছি আমি অবেলায় বারেবারে।


আমার ঘরের পাশের ঘরেতে তুমি থাকো মোর প্রিয়
তোমার প্রাণের সকল আদর আমার নামেতে দিও।
আমার সাজানো বকুল মালিকা ব্লো দেখি দেব কারে!


ঘরের দুয়ারে দেখেছি তোমায় তোমার বাসর বেলা
সেই বুঝি আমি বুঝিতে পারিনি করেছি অবহেলা
আজকে  রাতের নব রূপ সাথে বদল করিব হারে।


*অসম্পাদিত।