আজ আমি শুধু গান গেয়ে যাব
আর কিছু আর নয়;
গানেতে জীবন, গানেতে মরণ
গানে হোক পরিচয়।
আমার গীতিকা জীবনের তরে
তোমাকে শোনাব প্রিয়;
তোমরা বুঝিও আমার আঘাত
আমাকে আশিস দিও।
অনেক আঘাত সয়েছি পরানে
সকলি আজিকে সয়।
চোখের জলেতে বড়ো হয়ে গেছি
তার মাঝে আছে হাসি;
গানেতে আমার স্বপ্ন-জীবন
গানকেই ভালোবাসি।
আজ আমি শুধু সব ছেড়ে দিয়ে
গানকেই নিয়ে আছি;
গানের ভেলায় জীবন ভাসাই
গান নিয়ে কাছাকাছি।
আমার মনেতে একেলা নীরবে
গানের বাতাস বয়।
------