আমার ঘরে ফুল ফুটেছে কত-
জানি বন্ধু তোমার মনের মতো;
তোমার আঁচল ওড়ে আমার ফুলে
কেমনে আজ তোমায় থাকি ভুলে।
      বসে থাকি আপন মালা গেঁথে


তোমার কথায় ঘুম ভাঙ্গে যে মোর
তোমার নামে খুলি ঘরের দোর;
ফুলবাগানে সেই তো আমি একা
না পাই বন্ধু আমি তোমার দেখা
    ফুল সোহাগে হৃদয় ওঠে মেতে।


নদীর ঢেউয়ে মাঝির ভয় নাই
আমি বন্ধু ফুলের যমুনায়
ফুলের মালা পরাব ওই গলে
তাই তো আমি ফুল গাছটির তলে
    আজও হৃদয় চাই যে তোমায় পেতে।