আমার দিকে চাও দেখি ও কন্যা
দেখি তোমার মুরতি;
তোমার সাথে কথা বলি এখানে
তুমি সুজন যুবতী।


তোমার সাধের চলন বলন
তোমার মুখের খুশি;
আমি চেয়ে থাকতে পারি আজ
হয়ে গো একা উপসি।
আমার পানে চাইলে পারে প্রিয়
তোমার হবে না ক্ষতি।


তোমার ও চুলের ধারা লাজিত
তোমার মুখের শোভা;
ছন্দে ছন্দে চলা তোমার দেখেছি
আমি হই মনোলোভা।
তুমি চলে গেলে আমার রজনি
হৃদে বাড়বে দুর্গতি।