আমার চোখের কান্না কি গো!
কান্না থামাবে কে?
কত কথা বলে কেঁদেই চলেছি
হারিয়ে সোনার মেয়ে।
মোর মনে ওই শিশুবেলাকার
প্রিয়মনে কত কথা;
প্রদীপ নিভিল, যাতনা আসিল
অন্তর ভরা ব্যথা।
তোমার কথায় সবাকার মুখে
আজ দেখি চেয়ে চেয়ে।
কেঁদেছে আমার গোপন হৃদয়
কোনখানে প্রিয় থাকে;
সব ভাবনারা এসেছে আবার
এসেছে আমার ডাকে।
আবার আমি বলব যে কথা
তোমায় কাছেতে পেয়ে।