আমার বন্ধু, তোমার বন্ধু পিঠেতে দিয়েছে হাত
কোলে তুলে নেয় কোলের শিশুকে করে এসে সাক্ষাত
প্রতিবেশী আজ বেশি আসে বুঝি খোঁজ নেই বারেবারে;
কখন কোনটি কাজেতে লাগিবে নজর শিশুর ধারে
আজ সবে যেচে কথা বলে গেছে যারা চিনিত আমায়;
একটি শোকেতে সবাই মিশেছে এক সেই ঠিকানায়।
বুঝেছি তখন তুমি আছ কাছে, তোমাতেই প্রণিপাত।
আজকে সয়েছি ছেলের আদর নিজের ইচ্ছা নেই;
অসম লড়াইয়ে হেরে গেছি আমি জয়ী ছেলে আসলেই।
আত্মবিশ্বাস বাড়াই যে তার, এটাই ছিল কৌশল;
ভীষণ লড়াইয়ে জিতে থাকি মোরা এই শুধু করি ছল!
আমার এ ক্ষত, মেয়ের সে ক্ষত, ক্ষত সে দিনে ও রাত।