আমার বিলাপ, আমার বিরহ
অরণ্যে রোদন জানি;
স্মৃতি নিয়ে আজ বেঁচে থাকি শুধু
তোমার কথায় আনি।
তোমারে হারিয়ে আমি যে কেমন
কেমনে বোঝায় তা;
শুধু মোরে আজ ঋণী করে গেছ
ওগো তুমি প্রিয়তমা।
মনে পড়ে আজ কত কথা প্রিয়ে
তোমার ছবিতে রানি;
কোন অজানায় চলে গেছ আজ
সেই যে না ফেরা দেশ;
এক দশকের জীবন পথের
আজ বুঝি হল শেষ।
যতবার দেখি কেঁপে কেঁপে উঠি
দিবস রাতের বাণী।