আমার বিদায়কালে চোখে কেন জল!
আমি তো বুঝেছি প্রিয় ভালোবাসা ছল।


দুয়ারে এসেছ সখী বলিতে সে কথা
তোমার মরমে বুঝি আসে কোন ব্যথা!
পিছনেতে ডেকে গেছ বুঝি বারেবারে
চোখের সে জল আমি দেখি আড়ে আড়ে।
আজ বুঝি এই ঘরে নেই কোলাহল।


কতদিন কত কথা বলে গেছি সুরে
আজ প্রিয় আমি যাব, যাব কিছু দূরে
ভালো থেকো বাড়ি মাঝে সবাকার সাথে,
আমি ফিরে আসিবই চেনা সেই রাতে
শুধু চোখ ভিজিয়েছ অভাবে বাদল।