তোমার সাথে পথ চলা আজ ঝিলের ধারেতে
আমার আপন হাতটি আজ তোমার কাধেতে।


তখন নবীন কিশোর বেলা;
বাড়ি থেকে বেড়িয়েছ তুমি একেলা
আমার নজর পড়েছিল তোমার মলিন বেশে
আমি বন্ধু গেছি যেন তোমায় ভালোবেসে।
কতদিন বাদে পেলাম আজকে তোমায় সাথেতে।


ভুল করে আজ পথ ঘুরেছি
তাইত আমি তোমায় পেয়েছি
তোমার বাড়ির পথে এলেম একলা বিকালে
তখন তুমি হেসেছেলে টোল খাওয়া গালে।
আমি কখন হারিয়েছি তোমার মাঝেতে।