এলোচুলে মনপথে আজিকে এসেছ!
তুমি কি হৃদয় 'পরে-
আজ এসে মোর ঘরে
আমাকেই শুধু শুধু ভালোবেসে গেছ।


নিজ হাতে ওই চুল সম্মুখে বাঁধিলে!
সকালের সোনারোদে-
হেরেছি শ্রাবণবোধে!
তুমি যে রাধিকাপ্রিয় এ চোখে সাজিলে।
কোন সে গোপন ঘরে আমাতে  মিশেছ।


সারা মেঘ জুড়ে আজ প্রিয়তিঝলক!
ওই দূরে মেঘ ভাসে-
বাদলের স্রোত আসে!
তারাও তো মেশে বুঝি আজ অপলক।


তোমার মুখের 'পরে দেখি ছোটো তিল!
আমি দেখি চেয়ে চেয়ে-
তুমি যে সোনার মেয়ে!
এই কি প্রেম আমার খুশি অনাবিল।
আমার নয়ন মাঝে আপনে ভেসেছ।।