তুমি হাতছানি দিয়ে কেন বারেবারে
আমাকে ডেকেছ এসে আধো অন্ধকারে।
আমিতো ছিলাম দূরে ভালো আর ভালো
সে কেন আমার পানে এভাবে তাকালো।
এখন তো জীবনের শেষের বেলায়
কাছে এসে আর কিগো হবে অবেলায়।
আমাকে কাঁদিয়ে বুঝি দূরে যাবে সরে।
আজ তুমি ডাকো কাছে বলো কোন সুখে
ভালোবাসি বলো দেখি আজ ওই মুখে।
আজ দেখি হাতছানি সেই দিয়ে গেলে
আমাকে ভালোবেসে কি বুঝি তুমি পেলে!
আমি যে কাতর হয়ে কতই ডেকেছি-
যৌবনবেলায় এসে ভালোবেসে গেছি।
এই লোকালয়ে লজ্জা রাখিবই ধরে।
-----