আমাদের দেখা নেই কতকাল
হয়না কথা আলাপ;
নদী বুঝি আজ পথ বেঁকে গেছে
শেখালে যে অভিশাপ!
তোমার প্রেমের বুকেতে ফসল
কত ফুল সোনাধান;
আমার কাননে নিত্য চৈত্রমাস
তোমার নব অঘ্রান।
তোমার বুকেতে স্বপ্নের উড়ান
দেবই সেখানে ঝাপ।
আমাদের কথা নেই কতকাল-
দৃষ্টিতে হয়েছি গত;
কোন প্রান্তরে তুমি বেঁধেছ ঘর
গন্ধে আছি অবিরত।
তুমি চলেছ নদীর পথে সাথি
নদীতে করেছ দেখা;
আমার ঘরে আজ খুশি-পার্বণ
ডালা সাজিয়েছি একা!
আজ ঘরে মোর জমেছে আঁধার
করেছি একা বিলাপ!