এসেছ আজ ফুল বাগানে
হইয়া ফুলের কণা;
আকাশে আজ লক্ষ তারা
রাঙা চাঁদের জোছনা।
আমার ফুলের বাগানেতে
হরেক রকম ফুল;
তুমি প্রিয় ওড়াও আঁচল
গুছিয়ে রাখো বকুল।
চেয়ে চেয়ে থাকতে কখন
হয়ে উঠি আনমনা।
আকাশ পথে দেখেছি আজ
ও সাদা মেঘের ভেলা;
তুমি এসে মোর থাকো কাছে
কাটবে প্রণয় বেলা।
ফুল ফুটিবে, ফুল ঝরিবে
ফুলেতে বসবে পাখি;
আপন করে আঁচল মাঝে
তারে আমি তুলে রাখি।
সাঁঝবাতিতে মালা বদল
আজ করব দুজনা।
-------