আকাশেতে লিখে দিই আজ এই চিঠি
তুমি বধূ পড়ে নিও কথা মিঠি মিঠি।
আমার সকল দান তোমাতেই ঘেরা।
আমার গোপন দান সবই জেনেছ-
আজ তুমি তাই বুঝে দূরেতে সরেছ।
আবার আসবে তুমি আমাতেই ফেরা।
কোন সে সকালে তুমি এসেছ হেথায়-
আমার পরান কাঁদে সেদিন ব্যথায়;
আজকে এ চোখে তুমি প্রিয় প্রিয় সেরা।