আজিকে তোমাতে মিশি এ ঝড়ের বেলা-
বাহিরে তখন ঝড় মন যে উতলা।


আকাশেতে কালোমেঘ তুমি অসহায়
তোমাকে ডেকেছি আমি আলোক ছায়ায়!
গাছপালা দোলে দোলে বরষা ভীষণ!
আকাশেতে বজ্রপাত ভীত সর্বজন;
ওই মুখ ওই সুধা আমাতেই খেলা।


তুমিও হারিয়ে ছিলে আমার চোখেতে
কী ভীষণ ঝড় ছিল তোমার মনেতে;
তোমার মুখের পানে ঝড় এসে যায়-
ওই রূপ কাছে এলে আমি অসহায়।
বিদায় দিয়েছি তোমা দোর প্রান্তে এসে
ঝড়ের বিকালে সেই ভালোবেসে ফেলা।