আকাশ পাতায় তোমার ছবি
বড্ড অভিমান;
সেখান থেকে ভেসে আসে
তোমার অস্রুস্নান।


তোমার পানে চোখ পড়েছে
মন পড়েছে তাই;
তুমি বুঝি ধরা দিলে
আমার সীমানায়।
আজকে যেন চোখের পারে
আবাহনীর দান।


কাজল রাঙা নীল আঁখিতে
পড়ল নজর বেশ;
তোমার আঁখি ফিরে দেখি
ভুলি আমার দেশ।
এক নজরে ওই চোখতে
স্বপ্ন পথে উড়ান।।