আকাঙ্ক্ষিত যদি কিছু থাকে তবে তা জীবন মৃত্যু নয়
অসীম জীবনে বেঁচে আমি তুমি ভুলে যাব পরাজয়।
নির্দয় পথে প্রেম এসে যায় তা বড়ো দুঃসহ
ভালোবাসা আজ নয়তো সুখের তা কেবল বিরহ।
মিলনের নামে এত কিছু আসে অবশেষে সংশয়
আনন্দের মাঝে দুঃখ সুখ নয় থাকে শুধু প্রত্যাশা
কান্নার সাথে হাসি মিশে আজ বেঁচে রবে ভালোবাসা।
পরলোক সাথে তাই সুন্দর ইহলোক কভু নয়।