আজও দেখি অভিমান আছে এতটাই-
তোমার নয়নে চেয়ে সাড়া নাহি পাই।
ডেকেছি তোমার নামে গেছি সেই কাছে,
এখনও সে অভিমান মনে তোলা আছে।
দাঁড়িয়ে থেকেছ দূরে সয়ে অভিমান-
আমিও পেয়েছি ব্যথা তোমার সমান।
আর কি আসিবে তুমি নিজের ইচ্ছায়
আজও দেখি অভিমান আছে এতটাই।
দিন কত কেটে গেছে বাদলের বেলা!
যত হাসি সব গেছে আছে অবহেলা;
দুয়ার খুলিয়া দেখো বাদলবাতাস
তোমার মনে কি আছে আমার আকাশ!
আর কি হবে না দেখা সেই ঠিকানায়-
আজও দেখি অভিমান আছে এতটাই।