আজকে আমি গান গেয়েছি
তোমায় নিজের করে;
আমি আজকে গান বেঁধেছি
তোমার আঁচল পরে।


তুমি আছ মন যমুনায়
ভাসে তোমার ভেলা;
আজি আমার শূন্য জীবন
আমাকে অবহেলা।
তোমায় যেন রাখতে পারি
আমার মধুর ঘরে।


তোমার মুখে চেয়েছি আমি
দেখি তোমার রূপ;
শ্রাবণ মেঘে ঘোমটা ঢেকে
আমি একা নিশ্চুপ।
আজ দুজনে ঘুরে আসি
গ্রাম থেকে নগরে।