আজকে আমার মনের ঘরে
তোমার বসন লুকাই রাখি গো-
আমার এই চোখ যমুনায়
তোমায় আমি ধইরা মাখি গো।


বাদল যখন থামল এসে
আমার বুকের এই মোহনায়;
আমি পাগল হইয়া উঠি
বেঁধে তোমার রাখা দায়।
নজরে পড়ে তোমার মায়া
তোমার মায়ার গোপন আঁখি গো।


আকাশ ছোটে আকাশপথে
বাতাস ছোটে বাতাসমায়ায়;
দলে দলে পাখি আসে
আসে তারা গাছের ছায়ায়।


আমার বুকে বাদলমেঘ
বাদলচুলের কাজলসারি
গোপনে যে ধরিয়া রাখি
কেমনে তারে দিব ছাড়ি।
মনযমুনা উথালপাথাল
উড়তে চাই সে পাখি গো।