আজকে আমার বেজায় খুশি
তোমার কাছে যাব;
আমার মনের সকল কথা
তোমাকেই জানাব।


আমার এখানে শান্তবীথি
শীতল মনের ধারা;
বয়ছে বাতাস আসবে বাদল
প্রিয়তিপাগল হারা।
তোমার নামে মাত্রা লিখে
গান গেয়ে শোনাব।


আমার বসন উড়ছে হাওয়ায়
উড়ছে মাথার চুল;
হঠাৎ এসে পড়ল কাছে
নাম না জানা ফুল।


আমার আছে সবুজবেলা
সেথায় দোলে পা;
আমি যেন তোমার কাব্য
আমার শীতল গা।
তোমার সাথে মিশব আমি
দূর দেশে হারাব।