আজি উৎসব আজি আনন্দ
খুশি চারিদিকে আজ;
সবাই কাছেতে মনের সাথেতে
হৃদয়ে রঙের সাজ।
আজিকে শ্রাবণে মনের বাদল
ভিজিবে প্রাণের সুখে;
গাছের বনেতে উৎসব হবে
বাদল ঝরিবে মুখে।
আজিকে দুয়ারে নবীনঅতিথি
বন্ধ সকল কাজ।
বাদলের রং লাগিবে গায়েতে
প্রাণেতে কতই সুখ;
বকুলের বনে ফুল ফুটে আছে
শ্রাবণেতে উন্মুখ।
আজিকে বাতাসে সুখের লগন
সাজিয়ে রেখেছি মনে;
দুলিছে সবাই মনের খুশিতে
যাবই শ্রাবণ বনে।
তোমাকে পেয়েই শুধু খুশিমনে
আমার হৃদয়ে লাজ।