আজি রাখিয়াছি তোমারে আপনে
আমার আলিঙ্গনে;
দেখো দূরে ওই মেঘ ভেসে যায়
আজিকে বাদল বনে।
মনের যমুনা তোমার কাছেতে
মনেতে পেয়েছি সাড়া;
তোমার ও-নাম আমার এ-গানে
আমি যে আত্মহারা।
কত সুর বুঝি মনে আসে আজ
শ্রাবণ পাগল মনে।
তুমি যে কাছেতে মধুর ভাবেতে
পরানের দোরে সাজ;
এত খুশি আমি এই লগনেতে
ভুলেছি সকল লাজ।
কাছে এসে আজ চেয়ে দেখো শুধু
আমার উদাস মুখে;
তোমার সকল প্রেম ভালোবাসা
রাখিব আমার বুকে।
ওই চোখে চেয়ে ভালো যে বাসিব
এমন মধুর ক্ষণে।