ওগো,আজি বরষণ কালে-
কেন যে তুমি তাকালে
আমার মনের 'পরে;
বুঝি, আমার দুয়ারে এসে
রঙেতে গিয়েছ ভেসে-
একা একা আছি ঘরে।


তুমি আমার পরশ মাঝে
বরষানূপুর বাজে
তোমার রূপের মোহে;
আজ,অনন্ত প্রেমের সাধ
দূর করি সেই বাঁধ
মিশিব আবার দোহে।
মেঘ ডাকে দূরে গুরু গুরু
শ্রাবণ বাদল শুরু!
একেলা সজনি দ্বারে;


আমি তোমাতে করিব বাস
জীবনের বারোমাস
তবুও তোমাকে চাই;
জানি,বরষা ঘুচিবে দূরে
ছন্দ বাজে সে নূপুরে!
আমি চেয়ে রব দূরে
যদি কভু কাছে পাই।
এসো আমার দুয়ার পানে
সেদিনের প্রেমটানে
আজিকে প্রণয় সুরে।
        --------