'অজয় নদীর ঘাট' অজয়ের জল
'আকুল গাঙের মাঝি' সেথা কোলাহল।
'গাঁয়ের অজয় নদী' সেথা বয়ে চলে
'অজয় নদীর ঘাট' তার পদ তলে।
গায়ের অজয় ধারা চলে আনমনে
তুমি কবি লিখে যাও উদার গগনে।
গাছে গাছে পাখি ডাকে, জয়দেব মেলা;
আসরে অজয় নদী পাঠে কাটে বেলা।
অজয়ের গুণগান ভাসে তার জলে।
ও অজয় নদী ছিল মৃদু বহমান
কবিতার মাঝে তুমি করেছ মহান।
অজয় ধারায় তুমি প্রিয় সবাকার
অজয়ের বন্দনায় সুজিতকুমার।
তোমার কবিতা আজি অজয়ের কূলে