অচেনা আনন্দে আজ হাতটি মেলেছি-
অজানা মানুষে চোখ কেন যে পেতেছি।


সেদিনেতে রোদ ছিল ভীষণ প্রখর-
দাবদাহে মিশে গেছে এই চরাচর;
কেন তার আঁখি পানে একাকী চেয়েছি!


যাবার কালেতে তুমি হাত নেড়ে গেলে-
আমাকে ভাসিয়ে গেলে প্রেম মন ফেলে।
ওই চোখ কেন আমি এখনো হেরেছি।