আজ তুমি কেন যে ভুল বুঝলে
চলে গেছ তুমি মোরে একা ফেলে;


আজ দূরে সরে গেছ ভালোবেসে!
কথায় কথায় জানি কাছে এসে।
আমি ভুল করে গেছি  আঁখিতলে।


তুমি শান্তি দিলে মোরে মনে জাগে;
আমি অসহায়- তব অনুরাগে।
মোর সব প্রেম দিয়েছি যে ঢেলে।