আজ তোমাকে দেখি আমি
বকুল বিথির তলে;
আপন সুরে গান গেয়েছ
তোমার নয়ন জলে।
তোমার চোখে সবুজ বাতি
এমন মধুর দিনে;
দূরের থেকে তাই তোমাকে
নিয়েছি যে চিনে।
তোমার কাছে যাব আমি
মন শুধু তাই বলে।
দূরের মাঠে চেয়ে আছ
ছায়া ভরা যৌবন
তোমার মনের গোপন ঘরে
আমার আলিঙ্গন
মনের কথা বাইরে আসুক
ভাগ্যে যেন ফলে।
-----