আজ তাই বুঝি হয়ে গেছি আমি কত যেন আনমনা-
তোমাকে হারিয়ে পেয়েছি জীবনে নিষ্ঠুর সান্ত্বনা।
পত্র লেখার অভ্যাস নেই ভুলেছি সকল কিছু;
তবুও বিলাপ করেছি ভাষায় বলিতে তোমার পিছু।
যখন আমার নিভৃতকাল একেলা শূন্যঘরে-
তোমার আদর সোহাগের মালা আমার মনেতে পরে।
তাইত বসেছি একেলার মতো লিখতে মনের বাসনা।
আজ তুমি প্রিয় অনেক দূরেতে অজানার ঠিকানায়-
ছেড়ে চলে গেছ দূরদেশে জানি সে কোন অজানায়।
তোমাকে দেখার সেই স্বাদ নেই কিছু যে নেই বলার
জীবন পথের সম্বল ছিলে সাথি ছিলে পথ চলার।
কত জন আসে, কত কথা বলে- সয়ে কিছু যন্ত্রণা।