আজ প্রভাতের রঙিন আলোয় দেখেছি তোমার মুখ;
তুমি আর আমি পাশাপাশি যেন সে কি অনাবিল সুখ।
রাতেরবেলায় ঘুমিয়ে পড়েছ পাশের আলোটি জ্বেলে-
সেই মুখখানি দেখিয়াছি আমি আমার নজর মেলে;
গোপন আলোয় দেখেছি তোমার দুলিছে মধুর বুক।
তোমার মুখেতে চাঁদের ও জ্যোতি ফুলের মতোই হাসি
একবার যেন কাছে যেয়ে বলি তোমাকেই ভালোবাসি;
তোমার কিনারে তাই বারেবারে দেখিতে গিয়েছি রূপ।